Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনিভিউ ব্র্যান্ডের ৩২-চ্যানেল এনভিআর

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ বাজারে এনেছে ইউনিভিউ-এর ৩২ চ্যানেল এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার)। ডিভাইসটির মডেল এনভিআর৩০৪-৩২ই। ইউনিভিউ ছাড়াও এটি তৃতীয় পক্ষের আইপি ক্যামেরা সমর্থন করে। এর ইনকামিং ও আউটগোইং ব্যান্ডউইডথ প্রতি সেকেন্ডে ৩২০ মেগাবাইট। এনভিআরটি সর্বোচ্চ ৮ মেগাপিক্সেল রেজুল্যুশনে ভিডিও ধারণ করতে পারে। এটি সর্বাধুনিক এইচ২৬৫ প্রযুক্তির ভিডিও সংকোচন ফরম্যাট সমর্থন করে যা হার্ডডিস্কে অধিক পরিমান ভিডিও তথ্য সংরক্ষন করতে পারে। এনভিআরটিতে ৪টি সাটা পোর্ট রয়েছে যা সর্বোচ্চ ২৪ টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক সমর্থন করে। এতে ১ টি ভিজিএ, ১ টি এইচডিএমআই ১, ১টি এইচডিএমআই ২ ও ১ টি অডিও আরসিএ পোর্ট রয়েছে। এর এইচডিএমআই২ প্রযুক্তি আধুনিক ৪কে (৩৮৪০ ী ২১৬০) বা আলট্রা হাই ডেফিনিশন ভিডিও আউটপুট দেয়। এনভিআরটির মূল্যঃ ৫২০০০ টাকা।
স আদনান রিয়াদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনিভিউ ব্র্যান্ডের ৩২-চ্যানেল এনভিআর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ