Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিমের সফল অস্ত্রোপচার দোয়া কামনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। গতকাল সকালে ব্রেইনস্ট্রোক করলে তাৎক্ষণিক অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় বাবার সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তানভীর শাকিল জয় জানান, গতকাল তার বাবাকে আইসিইউ থেকে কেবিনে নেয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন সম্পন্ন হয়েছে।
এর আগে জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত সোমবার দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতকাল সকালে নতুন জটিলতা তৈরি হয়।
এছাড়া বেশ কয়েক দিন ধরে অসুস্থ নাসিম হাসপাতালে ভর্তির চার দিন আগেও একবার করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন কিন্তু তখন রেজাল্ট ‘নেগেটিভ’ এসেছিল। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও ২০১৪ সালের নির্বাচনের পর তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। #



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ