Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে কাজের বুয়াকে ধর্ষণ: ধর্ষক আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৭:৫৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাজের বুয়াকে (৪৫) ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৭০) কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই অভিযুক্তকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের কাছিমপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করতেন সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের ওই মহিলা। গত চার মাস আগে ইদ্রিস আলীর বাড়িতে তিনি কাজে যোগদেন। মহিলাটি কাজে যোগদেওয়ার পর থেকেই তাকে উত্যাক্ত করে আসছিল ইদ্রিস। ঘটনার দিন ইদ্রিসের স্ত্রী ছেলের বাসায় বেড়াতে গেলে বাড়িটি ফাঁকা পড়ে। ওই সুযোগে পাক ঘরে রান্না করা অবস্থায় তাকে ঝাপটে ধরে ধর্ষণ করে। মহিলাটি চিৎকার দিতে চাইলে তাকে নানা হুমকী দিয়ে ঘরে আটকে রাখে। এর পর আরো তিন দিন তাকে ধর্ষণ করা হয়। এর মধ্যে ইদ্রিসের স্ত্রী বাড়িতে চলে এলে মহিলাটি তার স্বামীর কুকৃর্তীর কথা প্রকাশ করে দেয়। ওই অবস্থায় মহিলাটিকে ইদ্রিসের বাড়ি থেকে বের করে দেওয়্ াহয়। মহিলাটি বাড়ি গিয়ে তার স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় ইদ্রিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয় । ওই সময়ই পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত ইদ্রিস আলীকে আটক করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

Show all comments
  • ash ৬ জুন, ২০২০, ২:০৪ এএম says : 0
    JUST SET UP CASE ! 45 BOSORER MOHILAKE KI VABE 70 BOSORER BUIRA RAPE KORE ???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ