Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে বাসচাপায় ছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের গাজীপুরা এলাকার আজ বুধবার দুপুরে বাসচাপায় মাহবুবুর রহমান নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা। মাহবুবুর রহমান রাজধানীর যাত্রাবাড়িস্থ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
জানা যায়, দুপুর ১টার দিকে মাহবুবুর রহমান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসার ছাত্ররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ