Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে বিষ প্রয়োগে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৪:৩৯ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরহরি গ্রামে পূর্ব শত্রুতার আক্রোশে নিরীহ ব্যাক্তির প্রায় ২ লাখ টাকার দেশীয় মাছ নিধন করার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল আউয়ালের পুকুরে পূর্ব শত্রুতার আক্রোশে একই গ্রামের মৃত ইছব আলীর পুত্র মানিক মিয়া, আব্দুল খালেক, আব্দুস সালাম, আব্দুল মালেক ও মতি মিয়া গংদের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল মঙ্গলবার দিবাগত রাতে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে আব্দুল আউয়ালের বিভিন্ন প্রজাতির দেশীয় প্রায় ২ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠে। এছাড়া উল্লেখিত সংঘবদ্ধ ব্যাক্তিরা পুকুরে বিষ প্রয়োগের পূর্বে কুইয়া জাল দিয়ে আরো প্রায় ৪০ হাজার টাকা মূল্যের মাছ মেরে নিয়ে যায়। এ দিকে উল্লেখিত ব্যাক্তিরা পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল আউয়ালকে রাস্তায় একা পেয়ে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে তাকে খুন করার চেষ্টা করলে সে দৌড়ে পার্শ্ববতী জনতার বাজারে স্বপন মিয়ার চা স্টলে ঢুকে জীবন রক্ষা পেয়েছে বলে আঃ আউয়াল জানান। তিনি আরও জানান, উল্লেখিত ব্যাক্তিরা ঐদিন তাকে খুন করতে না পেরে এই আক্রোশে পুকুরে বিষ প্রয়োগ করে উল্লেখিত পরিমাণ টাকার মাছ নিধন করে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।



 

Show all comments
  • jack ali ৫ জুন, ২০২০, ৪:৫৩ পিএম says : 0
    O'Allah who killed all the fish by poison punish them in this world and hereafter.. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ