Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইক্রোবাসের ধাক্কায় রংপুরে ১ জন নিহত : আহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ৪:২৩ পিএম

রংপুরের মিঠাপুকুরের অভিরামপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মতিয়ার রহমান নামে এক সবজি চাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, শুক্রবার সকালে মতিয়ার রহমান নামের এক সবজি চাষী বাইসাইকেলে কাঁচামাল নিয়ে বিক্রি করার জন্য জায়গীর হাটে যাচ্ছিলেন। এ সময় আর এক ব্যবসায়ী সাহাবুল ইসলাম তার শিশুপুত্র সাবিককে নিয়ে মোটরসাইকেলে বাতাসন দুর্গাপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। একটি বগুড়াগামী মাইক্রোবাস বাইসাইকেল ও মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী কৃষক মতিয়ার রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লোক্সে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ