বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : যান চলাচলের অযোগ্য নেত্রকোনা পৌরসভার প্রধান সড়কটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবীতে ক্ষুব্ধ নেত্রকোনাবাসী সোমবার পৌরসভার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
নেত্রকোনা পৌরসভার প্রধান সড়কের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন যাবত পৌরসভা এবং সড়ক বিভাগের মধ্যে রশি টানাটানির কারণে কোন পক্ষই সড়ক সংস্কারে দায়িত্বশীল ভূমিকা না রাখায় দিন দিন সড়কের বিভিন্ন অংশের পিচ, পাথর উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানা খন্দে পরিণত হয়েছে। বর্ষা মওসুমে এসব খানা খন্দে পানি জমে থাকায় ভারী যানবাহনের চাকার আঘাতে সড়কের সুরকি ইট উঠে গিয়ে তেরি বাজার এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জেলা শহরের একমাত্র প্রধান সড়কে ছোট বড় খানা খন্দ ও গর্তের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বাড়ছে হতাহতের ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে ক্ষুব্ধ জেলাবাসী গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জন উদ্যোগ’-এর ব্যানারে পৌরসভার সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে পৌরসভার একমাত্র প্রধান সড়কটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, জন উদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাংস্কৃতিক সংগঠন শিকড়ের সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, রেড ক্রিসেন্টের সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান প্রমুখ। মানববন্ধনে বক্তারা, দুই প্রতিষ্ঠানের রশি টানাটানি বাদ দিয়ে পৌর নাগরিকদের দুর্ভোগ লাঘবে অবিলম্বে সড়কটি সংস্কারের জোর দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।