Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রণোদনার অর্থ ছাড় চেয়ে রিটের শুনানি নিয়মিত বেঞ্চে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২০, ১২:০০ এএম

সরকার ঘোষিত প্রণোদনা চেয়ে করা রিটের শুনানি নিয়মিত আদালতে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ শেষে এ সিদ্ধান্ত দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

রিটের বিষয়ে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ভার্চুয়াল বেঞ্চ শুনানি গ্রহণ করেছেন। পরে বলেছেন-আমরা এখন বাংলাদেশ ব্যাংকের বিষয়ে রুল জারি করছি না। কারণ কিছুদিন পর যখন নিয়মিত আদালত চালু হবে তখন এই রুলের নিষ্পত্তি সম্ভব নাও হতে পারে। তাই রিটটি নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেন আদালত।

নারায়ণগঞ্জের তারাবো হিমেল সোয়েটার ফ্যাশনের মালিক লিমিটেডের মালিক সাখাওয়াত হোসেন বাদী হয়ে গত ১ জুন রিটটি করেন। রিটে ঘোষিত প্রণোদনার অর্থ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রণোদনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ