বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মোরেলগঞ্জ উপজেলা সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জ ও পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসছে। মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রাম সংলগ্ন নদীতে স্থানীয় লোকজন আজ বুধবার বেলা ১১টার দিকে লাশটি ভাষতে দেখে পুলিশে খবর দেয়। মোরেলগঞ্জ থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস জানান, ভাসমান মৃতদেহটি কোন মধ্য বয়সী(৪০/৪৫বছর) পুরুষ লোকের। তার গায়ে একটি জিন্সের কোটও একটি সবুজ রংয়ের সোয়েটার দেখা গেছে। অন্তত দুদিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন এই পুলিশ কর্মকর্তা। তবে অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি নদীতে ভাসছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল মঙ্গলবার নদীর অপর প্রান্ত পিরোজপুর এলাকায় এই লাশটি ভাষতে দেখা গেছে। থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, লাশটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।