Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনার লক্ষণসহ ১ জনের মৃত্যু, স্বেচ্ছাসেবীরা করলো লাশ দাফন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৮:৪৭ পিএম

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনার লক্ষণ শ্বাস কষ্টের চিকিৎসা নিতে আসা ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।
তার নাম জহুরুল ইসলাম বাবু। আগের দিন অসুস্থ হলে স্বজনরা তাকে বগুড়ার টিএমএসএসের পরিচালিত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কর্তৃপক্ষ তার মধ্যে করোনার লক্ষন দেখে পরীক্ষার কথা বললে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে পরীক্ষার আগেই সে বৃহস্পতিবার দুপুরে মারা যায়।
হাসপাতালের ইনচার্জ ডাক্তার শফিক আমিন কাজল জানান, জহুরুল ইসলাম বাবু একটি ওষুধ
কোম্পানির কর্মকর্তা ছিলেন।
সন্দেহভাজন করোনা রোগী হওয়ায় স্বজনরা তার লাশ নিতে
আসেনি।
ফলে করোনায় মৃতদের দাফনের কাজে নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তার লাশ বগুড়া পৌরসভার ১৬
নম্বর ওয়ার্ডের শৈলাল পাড়ার গোরস্থানে দাফন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ