বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা পরীক্ষা এবং সংক্রমন প্রতিরোধে প্রত্যন্ত চরবাসীর জন্য নতুন কিছু উদ্যোগ নিয়েছে উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’।
শহর এলাকায় সরকারী-বেসরকারী সাহায্য প্রাপ্তি এবং করোনা (কোভিড-১৯) পরীক্ষা সহজ হলেও, যমুনা-ব্রহ্মপুত্র অববাহিকার যোগাযোগ বিচ্ছিন্ন চরে এমন সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ছে। তাই দুর্ভোগ বিবেচনায় চরেই সংগ্রহ করা হচ্ছে নমুনা। এজন্য ফ্রেন্ডশিপের উদ্যোগে বসানো হচ্ছে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ। ‘সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন’ -এসডিসি’র সহযোগিতায় যমুনা-ব্রহ্মপুত্রের চরে এসব ত্রাণ ও স্বাস্থ্যসেবা কর্মসূচী জোরদার করেছে ‘ফ্রেন্ডশিপ’। চলতি জুন মাস থেকে করোনা প্রতিরোধ যুদ্ধে ফ্রেন্ডশিপের কর্মসূচীতে অংশ নিচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থাটি।
আগামী ডিসেম্বর,২০২০ পর্যন্ত ছ’মাস মেয়াদী কর্মসূচীতে থাকছে দুর্গম এলাকার বাসিন্দাদের জন্য খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ, করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, বিশ^স্বাস্থ্য সংস্থা এবং সরকারী নিয়ম মেনে নমুনা সংগ্রহের বুথ স্থাপন এবং করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা।
ফ্রেন্ডশিপের টেকসই অর্থনৈতিক উন্নয়ন পরিচালক মোঃ কামাল উদ্দিন জানান, মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন সুবিধা বঞ্চিত চরাঞ্চলের বাসিন্দাদের জন্যই এ কর্মসূচী। কুড়িগ্রাম ও গাইবান্ধা’র অন্তর্গত প্রত্যন্ত চরে বসানো হচ্ছে দু’টি নমুনা সংগ্রহের বুথ। ২০ হাজার মাস্ক এবং খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে চরবাসীর মাঝে। এসব এলাকায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরকে দেয়া হচ্ছে প্রায় ৪’শ ব্যক্তিগত সুরক্ষা উপকরণ- পিপিই। পাশাপাশি প্রায় অর্ধলক্ষাধিক জনগোষ্ঠিকে সচেতন করতে নেয়া হয়েছে বিশেষ কর্মসূচী।
করোনা প্রাদুর্ভাব বিবেচনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দু’পক্ষের কর্মকর্তারা। ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান এবং সুইজারল্যান্ড দূতাবাসের পরিচালক (সমন্বয়) সুজানে মুলার, নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় রুনা খান বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই যমুনা-ব্রহ্মপুত্রর চরাঞ্চলে বিশেষ ত্রাণ এবং স্বাস্থ্যসেবা শুরু করে উন্নয়ন সহযোগি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।