বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণপরিবহন চালু হওয়ার চতুর্থ দিনেও টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকার দিকে যাওয়া যানবাহনের চাপ খুব একটা বাড়েনি। বৃহস্পতিবার সকল থেকেই উত্তরাঞ্চল থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে যানবাহন চলাচলের সংখ্যা কম দেখা গেছে। এদিকে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনালেও যানবাহনের সংখ্যা কম। যাত্রীদের তেমন চাপ নেই। তবে গণরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ি ও ট্রাকের সংখ্যা বেশি। সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হলেও টাঙ্গাইলে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। যাত্রী কম থাকায় লোকশান গুনতে হচ্ছে বলে জানিয়েছে পরিবহন মালিকেরা।
তবে যাত্রী ও যানবাহন চালকদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টাঙ্গাইলের পুলিশ সদস্যরা কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।