পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আনসার বাহিনীর ৩৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর করোনাযুদ্ধে এক সদস্যের মৃত্যু হয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় এক আনসার কমান্ডারসহ আক্রান্ত হয়েছেন দু’জন। গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ৩৪৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৮৮ এবং ঢাকার বাইরে ৬১ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ১০৪ জন ব্যাটালিয়ন আনসার, ২৩৮ অঙ্গীভূত আনসার, একজন বিশেষ আনসার, একজন সিগন্যাল অপারেটর, একজন নার্সিং সহকারী, দু’জন মহিলা আনসার, একজন ভিডিপি সদস্য এবং একজন আনসার কমান্ডার।
সুস্থ ১৫৫ জনের মধ্যে ব্যাটালিয়ন আনসার ৫৮, অঙ্গীভ‚ত সাধারণ আনসার ৯৩, নার্সিং সহকারী একজন, সিগন্যাল অপারেটর একজন, ভিডিপি সদস্য একজন এবং একজন মহিলা আনসার। আক্রান্তদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছে ১৩ জন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আাবাসিক হোটেল কোয়ারেন্টিনে ৫৩৩ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।