Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা চান আইনজীবীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০০ এএম

করোনা আক্রান্ত আইনজীবীদের বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু বাংলাদেশ বার কাউন্সিল বরাবর এ আবেদন জানান।
রেজিস্ট্রার্ড ডাকযোগে পাঠানো আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের নিয়ন্ত্রণ ও অভিভাবক সংস্থা। দেশের দুর্যোগ, মাহামারিতে আইনজীবাদের বিপদে-আপদে সহায়তার বিধান বাংলাদেশ বার কাউন্সিলের রুলসে রয়েছে। করোনার সংক্রমণ ও ভয়াল মরণ ছোবলে অনেক আইনজীবী আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও যাচ্ছেন। করোনায় আক্রান্ত অনেক আইনজীবী আইসিইউয়ের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।
দেশে করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ দেখা দিলে টেস্টের জন্য সেনাবাহিনী,বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশদের জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। কিন্তু আইনজীবীদের কোনো জন্য নির্দিষ্ট কোনো হাসপাতাল নেই। এ পরিস্থিতিতে আইনজীবীদের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে দেশের কোনো বিশেষায়িত হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ