পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রাণঘাতী করোনাভাইরাস মহামারী চলাকালে কুয়েত থেকে অবৈধ বাংলাদেশি কর্মীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। কুয়েত সরকারের সাধারণ ক্ষমার আওতায় গত সোমবার গভীর রাতে কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট যোগে দেশটি থেকে ২৮৯ জন অবৈধ প্রবাসী কর্মী খালি হাতে দেশে ফিরেছে।
দেশটির চারটি অস্থায়ী ক্যাম্পে প্রায় তিন হাজার অবৈধ কর্মী এখনো দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। কুয়েত থেকে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। দেশটিতে ঘরবন্দি বৈধ-অবৈধ বাংলাদেশি কর্মীরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। করোনা মহামারীতে অনেক প্রবাসী কর্মীই চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে।
এদিকে, প্রায় তিন মাস পর লকডাউন শিথিল হওয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সোমবার বিদেশ থেকে প্রত্যাগত অবৈধ কর্মীদের জনপ্রতি ৫ হাজার টাকা নগদ সহায়তা বন্ধ করে দিয়েছে। ফলে কুয়েত থেকে প্রত্যাগত ২৮৯ জন কর্মীর ভাগ্যে সরকারি নগদ সহায়তার টাকা জুটেনি। এতে চরমভাবে ক্ষুদ্ধ হয়ে কুয়েত প্রত্যাগত অনেকেই বিমান বন্দর কল্যাণ ডেস্কে ধর্ণা দিয়ে টাকা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছেন।
তেল সমৃদ্ধ দেশ কুয়েতে ১৯৭৬ সাল থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৬ লাখ ৩০ হাজার ৪৭৩ জন কর্মী চাকুরি লাভ করেছিল। দেশটিতে প্রবাসী বাংলাদেশি কর্মীরা কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কুয়েত প্রবাসী কর্মীরা ২৫০ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার জন্য সময়সীমা নির্ধারণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি সাধারণ ক্ষমার আবেদন করেন। রাজধানী কুয়েত সিটির বাইরে চারটি ক্যাম্পে তাদের রাখা হয়েছে। ক্যাম্পগুলো হচ্ছে, আবদালিয়া, সেবদি, মাঙ্গাফ ও কসর। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশটির কয়েকটি ফ্লাইট যোগে সহস্রাধিক কর্মী ইতোমধ্যে দেশে ফিরেছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটিতে এক লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। এবার ২০২০ এর সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছেন ২৫ হাজার অবৈধ অভিবাসী। অর্থাৎ এখনও এক লাখ ৩৫ হাজার অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার সুযোগ নেয়া থেকে বিরত রয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশি কতজন তা জানা যায়নি। দেশটিতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে বলে ধারণা করা হয়।
বায়রার ইসির অন্যতম সদস্য গোলাম মাওলানা রিপন ইনকিলাবকে বলেন, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে লাখ লাখ বাংলাদেশি কর্মী চাকরি হারানোর ঝুঁকির মধ্যে রয়েছেন। দেশগুলোতে ঘরবন্দি প্রবাসী কর্মীরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার এসব দেশগুলোতে অর্থনৈতিক মন্দার ঢেউ লেগেছে।
বায়রা নেতা রিপন বলেন, মধ্যপ্রাচ্যের বৃহৎ শ্রমবাজার ধরে রাখা এবং জাতীয় অর্থনীতির স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনতিবিলম্বে প্রবাসী কর্মীদের চাকরি ঝুঁকি হ্রাস এবং দেশে ফেরত না পাঠাতে ব্যাপক কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।