Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে শ্রমিকদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১০

ফাঁকা গুলি বর্ষণ ৩০ রাউন্ড

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৮:২০ পিএম

দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে সিলেটে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার বেলা ৪টার পর বিকেল ৬টায় পুনরায় তারা জড়িয়ে পড়ে সংঘর্ষে। কল্যান তহবিলের কোটি টাকা আতœসাথের হোতা পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিককে কেন্দ্র করেই মূলত এ সংঘর্ষ ঘটে। তবে সংঘর্ষে শ্রমিকদের প্রতিবাদী আগুনে ঘি ঢেলে দেয় ফলিক পূত্র রোকন আহমদ সামি। সে অবৈধ অস্ত্র ও ভাড়াটিয়া গুন্ডা দিয়ে নিরীহ শ্রমিকদের উপর হামলার সূচনা করে, এমন দাবী শ্রমিকদের। দ্বিতীয় দফার সংঘর্ষে আহত হয়েছেন আরো ১০ জন। এদফায় সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। প্রথমদফা বেলা ৪টায় প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। ভাঙচুর করা হয় মিতালী পরিবহনের একটি বাস ও এনা পরিবহনের কাউন্টার। ওই সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও র‌্যাব ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপের পর করে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। এর পর দেড় ঘন্টা পর, মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে বাস টার্মিনাল এলাকায় আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃষ্টির মতো একপক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো ১০ জন।
সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। পুলিশ উভয়পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ