Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরের রায়পুরে ৫ দোকানে অগ্নিকান্ড

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৮:১০ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজা‌রে আগু‌নে পু‌ড়ে ৫ দোকান ছাই হয়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে বলে ধারনা করেছে সংশ্লিষ্টরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সাবরীন চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) বিকাল ৫ টায় হায়দরগঞ্জ মধ্যবাজার পেঁয়াজ হাটার একটি দোকানে আগুন লা‌গে। মুহ‌র্তের ম‌ধ্যে ছ‌ড়ি‌য়ে যায় আ‌শেপা‌শের ক‌য়েক‌টি দোকা‌নে।

খবর পে‌য়ে রায়পুর ফায়ার স্টেশন টিম দ্রুত ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে অল্প সম‌য়ের ম‌ধ্যে আগুন নিয়ন্ত্র‌নে আ‌নে।

রায়পুর ফায়ার স্টেশন অ‌ফিসার ম‌োঃ নজরুল ইসালাম জানান প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হয় বৈদ্য‌ুতিক সর্টসা‌র্কিট থে‌কে আগুন লাগ‌তে পা‌রে। আগু‌নে ক্ষ‌তিগ্রস্থ হয় জামা‌লের লুবনা হো‌মিও হল, প্রান ডি‌স্ট্রি‌বিউশ‌নের এক‌টি দোকান, আ‌মি‌রের ফ্রি‌জের দোকান, অ‌শোক অ‌ধিকা‌রির টেইলার্স দোকান ও মোহন ব্যাপারির মা‌য়ের আঁচল ফা‌র্নিচার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ