Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৪:৪১ পিএম

মুন্সীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে দুই জনের মৃত্যু হয়েছে। মৃতরা হচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার আব্দুল হান্নান মাদবর (৪৫) ও টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের আলহাজ মতিউর রহমান শিকদার (৮০)। হাসপাতাল সূত্রে জানাযায়, আবদুল হান্নান মাদবরকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এবং টঙ্গীবাড়ির মতিউর রহমান শিকদারকে রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মৃত দুই জনেরই করোনা পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করা হয়েছে। তাদের ডব্লিউএইচও’র পরামর্শ মোতাবেক দাফন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে নির্দেশনা দেয়া হয়েছে।জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬৮ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ