পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে প্রথম প্লাজমা থেরাপি নেওয়া এক চিকিৎসক করোনামুক্ত হলেন। চমেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সমিরুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া গেছে।
অসাধারণ মেধাবী এই চিকিৎসকে বাঁচাতে এগিয়ে আসেন অনেকে। এক পুলিশ সদস্যসহ দুই জন তাকে প্লাজমা দেন। তার করোনামুক্তির খবরে সবার মাঝে স্বস্তি ফিরে আসে। ২৬ মে সমিরুলকে প্রথম প্লাজমা প্রয়োগ করা হয়। করোনা চিকিৎসায় চট্টগ্রামে এটিই প্রথম প্লাজমা থেরাপি। করোনাজয়ী সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ তারেক এই মানবিক ডাক্তারকে প্রথমে প্লাজমা দেন। দ্বিতীয় দফায় প্লাজমা দেন করোনাজয় করে ফেরা নগর পুলিশের প্রথম সদস্য অরুণ চাকমা। এর পর তার অবস্থার উন্নতি হয়। রোববার তার নমুনায় করোনা নেগেটিভ আসে।
চট্টগ্রামে করোনা মোকাবেলায় গঠিত কমিটির স্বাচিপের বিভাগীয় সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান ইনকিলাবকে বলেন, ডা. সমিরুল এখন করোনামুক্ত। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
ডা. সমিরুল ইসলাম, তার স্ত্রী চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোনা ইসলাম ও তাদের দ্ইু সন্তান করোনায় আক্রান্ত হন। তারাও এখন সুস্থ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।