চাঁদপুরে স্বাস্থ্যকর্মীসহ আরো ১৫ জনের
করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত ২ জন। মৃত ২ জন হচ্ছেন কচুয়ায়
করোনায় মারা যাওয়া মানিক সরকারের মৃত বাবা মজিবুর রহমান সরকার ও মা ফজিলতেন্নেছা। মানিক সরকারেরও মৃত্যুর পর পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে একই পরিবারের ৩ জনের
করোনায় মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে চাঁদপুর বক্ষব্যাধি ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান(৫২)। যিনি
করোনার স্যাম্পল কালেকশান করতেন।
আরেকজন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির ড্রাইভার(বয়স ৫৩)। জেলায় এ নিয়ে
করোনায় মোট আক্রান্ত হচ্ছেন ২১০জন। মারা গেছেন ১৭ জন।
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার ৬৩ জনের রিপোর্ট আসে। এরমধ্যে পজিটিভ ১৫জন।
নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে চাঁদপুর সদরে ৫ জন কচুয়ায় ৪জন ফরিদগঞ্জে ৩ জন, হাজীগঞ্জ ২জন, শাহরাস্তিতে ১ জন এবং মতলব উত্তরে ২জন।