পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনার কাছে হেরে গেলেন টিভি ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনার আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিটিভি’র সাবেক উপমহাব্যবস্থাপক মোস্তফা কামাল বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন।
জানা যায়, গত ১৫ মে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মোস্তফা কামাল সৈয়দকে। গতকাল দুপুর দেড়টায় তার ভেন্টিলেশন খুলে দেয়া হয়। বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
টিভি ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ বিটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। ৫২ বছরের কর্মজীবনে তিনি পাকিস্তান টিভিতেও শীর্ষ পর্যায়ে কাজ করেছেন। সর্বশেষ ২০০৩ সাল থেকে তিনি এনটিভির অনুষ্ঠান বিভাগের দায়িত্বে ছিলেন। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।