Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনায় সাবেক সচিব বজলুল করিমের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২০, ১২:১১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাবেক সচিব বজলুল করিম চৌধুরী। গতকাল রোববার সকালের দিকে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। মুগদা জেনারেল হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানা গেছে। বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হন সরকারের একাধিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করা বজলুল করিম চৌধুরী। সচিব হিসেবে ঢাকার বিভাগীয় কমিশনারের পদ থেকে ২০১৮ সালের ১৬ এপ্রিল তিনি অবসর গ্রহণ করেন।
তার আগে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বজলুল করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাজবাড়ীর ধুনচিতে।
১৯৮৫ সালে সপ্তম ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন বজলুল করিম। কর্মজীবন তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, একবছরের মত রাজউক চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ২৪ আগস্ট ঢাকা বিভাগের কমিশনার পদে নিয়োগ পেয়ে পরের বছরের ১৫ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার একদিন আগে সচিব পদে পদোন্নতি পান তিনি। একই দিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করে অবসর গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ