বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ১০৭ জন খনি কর্মকর্তা কর্মচারীকে ১৫ জুন পর্যন্ত বিনা বেতনে ছুটি প্রদান করেছে খনি কর্তৃপক্ষ। গতকাল রবিবার খনির উপ-মহাব্যবস্থাপক মোহম্মদ ছানা উল্লাহ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। টানা ৬৬দিন সাধারণ ছুটির সময় এসব শ্রমিক বেতন ভাতা পেলেও ছুটি শেষে কাজে যোগদান করতে গেলেই বিনা বেতনে ছুটির নোটিশ ধরিয়ে দেওয়া হয়।
খনির তৃতীয় পক্ষকে (মেসার্স ব্লু স্টার সার্ভিসেস লিঃ) দেয়া ওই পত্রে উল্লেখ করা হয়, গত ২৬ মার্চ থেকে এসব শ্রমিক খনি এলাকার বাইরে অবস্থান করছেন। কয়লাখনির নিরাপত্তা এবং কোম্পানী এলাকায় বসবাসরত কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার পরিজনকে করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষা জন্য শ্রমিক ছাড়াও কোম্পানী এলাকার বাইরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীকেও কোম্পানী এলাকায় প্রবেশের অনুমতি না প্রদানের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি, সিএমসি কনসোর্টিয়াম, বিসিএমসিএল কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেছেন।
এদিকে, বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি এ প্রতিনিধিকে বলেন, আউটসোর্সিং এর ১০৭জন শ্রমিক ছাড়াও ১১৪৭জন বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। গত ২৬ মার্চ থেকে সাকল্যে ৬৬টি দিন মোট ১২৫৪ জন শ্রমিক কর্মহীন অবস্থায় নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। দেশব্যাপি সাধারণ ছুটি ঘোষনাকালে তারা মার্চ মাসের বেতন প্রাপ্য ছিলেন। এছাড়াও তাদেরকে সরকারি ঘোষনা অনুযায়ী শতকরা ৬০ ভাগ বেতন প্রদানের কথা ছিলো। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান কোন কিছুই করেনি তাদের জন্য। আগামীকাল সোমবার (১ জুন) কয়লাখনির সকল শ্রমিক খনির গেটে অবস্থান গ্রহণ করবেন বলে এই শ্রমিক নেতা জানিয়েছেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যাবস্থাপক (প্রশাসন) মোহম্মদ ছানা উল্লাহ জানান, এসব কর্মকর্তা কর্মচারী কাজ আছে বেতন আছে, কাজ নেই বেতন নেই ভিত্তিতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োজিত। চুক্তি অনুযায়ী সাধারণ ছুটিকালীন সময়ে তারা বেতন ভাতা পেয়েছিলো। এখন যেহেতু সাধারণ ছুটি নেই এবং খনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বাহিরে অবস্থানরত কোন কর্মকর্তা কর্মচারী, শ্রমিক কাউকেই ভিতরে প্রবেশে আপত্তি জানিয়েছে। তাই তাদেরকে কাজে যোগদান করানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে তাদেরকে ১৫ দিনের বিনা বেতনের ছুটি প্রদান করা হয়।
পেট্রো বাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ জানান, বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা পরিচালক ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি সিএমসি কনসোর্টিয়ামের সাথে আলোচনা করে এসব শ্রমিকদের বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।