Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৫:৫৩ পিএম

আজ সকালে ঈশ্বরদী নাটোর বিশ্বরোডে দাশুড়িয়া কারিগর পাড়ার নিকট একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৬০) নামক একজন পথচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদ নিজ বাড়ি কারিগর পাড়া থেকে দাশুড়িয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন থেকে এসে আবদুল হামিদকে সজোরে ধাক্কা মারে। এতে আব্দুল হামিদ মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখানে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে আব্দুল হামিদ মৃত্যুবরণ করে। মোটরসাইকেল আরোহীকে আটক করতে না পারলেও পাকশী পুলিশ ফাঁড়ির কর্তব্যরত অফিসার ইনচার্জ আখতারুজ্জামান মোটরসাইকেলটি উদ্ধার করেছে। ঘাতক মোটরসাইকেল চালককে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ইন্সপেক্টর আখতারুজ্জামান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ