Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৩:৫২ পিএম

এসএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এবছর ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫২ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ বেগম নিশাত কাদেরী সুযোগ্য তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ বেগম নিশাত কাদেরী আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।

অপরদিকে এবার জয়পুরহাট আর.বি. সরকারি উচ্চ বিদ্যালয়ের মোট ২৩০ জন পরিক্ষার্থীর মধ্যে পাশের হার শত ভাগ যেখানে জিপিএ ৫ পেয়েছে ১৯৪ জন। এ ছাড়া জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিক্ষার্থী ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪২ জন, আর পাশের হার শতভাগ বলে উল্লেখ করেন বিদ্যালয় ২টির কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ