Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ২৮টি বিদ্যালয়ের মধ্যে ২১টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৫৭ জন

এসএসসি পরীক্ষার ফলাফল-২০২০

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৩:৪৮ পিএম

এবারের (২০২০ইং সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১টি থেকে তিন বিভাগে সর্বমোট ৫ শ’ ৫৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে বিজ্ঞানে ৫৪০ জন, ব্যবসায় শিক্ষা ১২ জন এবং মানবিক বিভাগে ৫জন। আর গত বছরের এসএসসি পরীক্ষায় উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৬ টি থেকে তিন বিভাগে জিপিএ- ৫ পেয়েছিল ৪৭৪ জন। চারটি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছিল। তবে এবারে শুধুমাত্র সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উর্ত্তীণ হয়েছে।
জিপিএ - ৫ প্রাপ্তির দিকে থেকে সৈয়দপুর উপজেলায় শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অভিজাত এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন। ১১৯ জন জিপিএ - ৫ পেয়ে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে ১১৫ জন এবং মানবিক বিভাগে ৪ জন পেয়েছে জিপিএ- ৫। তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরী কলেজ। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান থেকে ৯৬ জন জিপিএ-৫ পেয়েছে। ৪২ জন জিপিএ - ৫ পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সৈয়দপুর আল- ফারুক একাডেমি। এ প্রতিষ্ঠানের বিজ্ঞানে ৪০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ জন পেয়েছে জিপিএ- ৫। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলা পঞ্চম অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানে ১৭ জন, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞানে ১১ জন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানে ৮ জন, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানে ৭ জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞানে একজন এবং ব্যবসায় শিক্ষা ৬ জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানে পাঁচজন এবং মানবিকে একজন, খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞানে পাঁচজন, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞানে ৪ জন, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২ জন করে এবং কয়া-গোলাহাট স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সাতপাই স্কুল এন্ড কলেজ, কামারপুকুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে একজন করে জিপিএ- ৫ পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ