Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে সিলেট বোর্ডে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৩:৩৭ পিএম

২০২০ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩। রবিবার সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, গতবারের তুলনায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এবার। ২০১৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ ছিল ২ হাজার ৭৫৭ জন। এবছর পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন। এরমধ্যে ৬৪ হাজার ৪৩৪ জন ছাত্রী ও ৪৯ হাজার ৯৭৩ জন ছাত্র। পাশ করা শিক্ষার্থীদের সংখ্যায় ছেলেদের চেয়ে এগিয়ে ছিল মেয়েরা। এবার পাশ করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, সিলেটে এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন নেন।এর মধ্যে পাশ করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাশের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ। হবিগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাশের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ। মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ। সুনামগঞ্জ জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে ১৯ হাজার ৫৯৪ জন পাশ করেছেন। ৪১৩ জন পেয়েছেন জিপিএ-৫।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ