বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এ বছর এসএসসিতে খুলনা জেলায় পাশের হার ৯২ দশমিক ৬৬ শতাংশ। এ জেলার ৩৮৮টি বিদ্যালয় ২৪ হাজার ৩৩৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাস করেছে ২২ হাজার ৫৪৮ জন।
যশোরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, বোর্ড থেকে প্রতিবছর জেলা ভিত্তিক পরীক্ষার ফলাফলও তৈরি করা হয়। এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন ১০ জেলার মধ্যে গড় পাসের হার নিয়ে দ্বিতীয় রয়েছে খুলনা জেলা।
এ জেলা থেকে এসএসসিতে ৩৮৮ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেছিল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ হাজার ৩৩৫জন। যার মধ্যে ১২ হাজার ১৮০ জন ছেলে ও ১২ হাজার ২৯৬ জন মেয়ে ছিল। পরীক্ষাতে মোট পাশ করেছে ২২ হাজার ৫৪৮ জন। যার মধ্যে ১১ হাজার ১৭৬ জন ছেলে ও ১১ হাজার ৩৭২ জন মেয়ে পাশ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।