Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ৩:১৭ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ৫ নং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার সকালে ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখের সভাপতিত্বে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. রোকনুজ্জামান। এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৯৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ৩৪ লক্ষ ৪ হাজার ৫শত ৩২ টাকা ও উন্নয়ন খাত থেকে আয় হবে ১ কোটি ৩৮ লক্ষ ৩৮ হাজার ৯ শত ৬২ টাকা।
মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৯৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে ব্যায় হবে ৩৪ লক্ষ ৪ হাজার ৫শত ৩২ টাকা ও উন্নয়ন খাত থেকে ব্যায় হবে ১ কোটি ৩৮ লক্ষ ৩৮ হাজার ৯ শত ৬২ টাকা।
এ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সুধিজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নায়েব আলী জানান, বাজটেটি যুগোপোযোগী ও জনবান্ধব। ২০২০-২১ অর্থ বছরে কোন উদ্বৃত্ত বা ঘাটতি নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ