পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার এখনো ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সাধারণ ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা হবে বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাছাড়া খুলে দিলেও অবিভাবকরা ঝুঁকি নিয়ে সন্তানদের প্রতিষ্ঠানে নাও পাঠাতে পারে।
এসব বিবেচনা করে সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। যদিও সরকার ১৫ জুন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় আপাতত জুনে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এ কারণে আগামী মাসে স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষাও হচ্ছে না। স্থগিত হয়ে থাকা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষাও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুরু হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষাক ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, এ অবস্থায় এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া একদম ঠিক হবে না। এক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর মতকে সমর্থন করব। তিনি সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার কথা বলেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কোনো প্রশ্নই উঠে না। আগে বাচ্চাদের জীবন, এরপর লেখাপড়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, সরকার সিদ্ধান্ত যেটাই নেবে তা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও সুবিধা বিবেচনা করে নেবে। পরিস্থিতির পর্যালোচনা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।