পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের পাশে থেকে পুলিশ সদস্যরা করোনায় পরিচয় দিচ্ছেন মানবিক পুলিশের। পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছুই করছেন তারা। ফলে পুলিশ সদস্যদের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সাড়ে চার হাজারের অধিক পুলিশ সদস্য ও কর্মকর্তা। এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। আর এক হাজার ৫৬৩ জন করোনাকে জয় করেছেন।
এদের মধ্যে অনেকেই আবার যোগ দিয়েছেন কর্মস্থলে। মহামারির এই সঙ্কটময় মুহূর্তে দায়িত্ব পালন করতে গিয়ে ফ্রন্ট-ফাইটার বা সম্মুখ যোদ্ধা হিসেবে সাধারণ মানুষের কাছে খেতাব পেয়েছেন পুলিশের সদস্যরা। আর তাদের সহায়তায় এগিয়ে এসেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক কথায় করোনায় দমে না গিয়ে পূর্ণ উদ্যমে কাজ করছেন পুলিশ সদস্যরা।
রাজধানীর বনশ্রী এলাকায় বাসিন্দা ব্যবসায়ী আকবর হোসেন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর প্রথম দিকে পুলিশ কিছুটা আগের মতো আচরণ করলেও পরবর্তীতে তাদের মানবিক আচরন স্পস্ট হয়ে উঠে। রাজধানীসহ সারাদেশে অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি করা, করোনায় নিহতের লাশ দাফনসহ পুলিশের মানবিক আচরনের প্রশংসা এখন মানুষের মুখে মুখে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।