Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ৯০ শতাংশ জমির পাঁকা ধান মাদ্রাসায় দান করলেন ইউপি সদস্য

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৭:৪১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য শিপন সরকার তার ৯০ শতাংশ জমির পাকা ধান দান করে দিলেন স্থানীয় দারুল কোরআন টরকি এওয়াজ ইসলামিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য।
গজরা ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড সদস্য রিপন সরকার জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন। ঘরে বসে আছে। অনেকেই খাদ্য সংকটে ভুগছে।সবদিক বিবেচনা করে, আমি সিদ্ধান্ত নিলাম
আমার দুইটি জমির পাকা ধান মাদ্রাসার এতিম ছাত্রদের দান করে দিবো।
এ মৌসুমে আমার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।তাই ৯০ শতক জমির পাকা ধান দারুল কুরআন টরকি এওয়াজ ইসলামিয়া মাদ্রাসা এতিম ছাত্রদের জন্য দিয়েছি।
ওই ধান কাটা ও মাড়াই করে পৌঁছে দেয়ার যাবতীয় খরচও আমি বহন করেছি।ওই দুটি জমিতে ৫০ মন ধান হয়েছে। দারুল কুরআন টরকি এওয়াজ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও গনমাধ্যমে কর্মী হুমায়ূন কবির শিপন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,দ্বীনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ