Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬মাসের বাড়ি ও দোকানভাড়া মওকুফের দাবীতে সিলেটে ভাড়াটিয়াদের মানববন্ধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ৭:৩৮ পিএম

৬ মাসের বাড়ি ও দোকানভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট। করোনার মহামারির কারণে জীবন-যাপনে সৃষ্ট দুর্বিষহ অবস্থার জন্যই ভাড়াটিয়াদের এ পদক্ষেপ। শনিবার (৩০ মে) দুপুর ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদের সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবু তাহের চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলার সমন্বয়ক তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মামুন রশীদ, সহকারি অধ্যাপক আবুল হাসান চৌধুরী, ডা. আখতার হোসেন, সংগঠনের সিলেট মহানগরীর আহ্বায়ক শাহজাহান চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে প্রদান করেন আব্দুল আউয়াল মিসবাহ, মানবাধিকার কর্মী আবু তাহের চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট কুশিয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান আব্দুর রহমান, মারুফ আহমদ অনিক, মানবাধিকার কর্মী আরমান হোসেন, শফিকুর রহমান, আরিফুল ইসলাম, জাকারিয়া আহমদ সমাজকর্মী আকবর আলী, শিব্বির আহমদ, ময়নুল ইসলাম, নন্দ লাল বাবু, আতাউর রহমান, আতিকুর রহমান, ফারজানা বকত, কিবরিয়া হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৬জুন শনিবার সকাল সাড়ে ১১টা হতে বেলা ১:৩০ পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবেন সংগঠনটি। এসময় ভাড়াটিয়া স্বার্থ-সংরক্ষণ পরিষদের সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন, করোনার কারণে লকডাউন হওয়ায় তারা কোনো কাজকর্ম করতে পারছেন না, বাইরে কোথাও যেতে পারছেন না। এ অবস্থায় দেখা দিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি। একদিকে করোনা ভাইরাসে আতঙ্ক অন্যদিকে অর্থাভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ