বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের ওপর হামলা চালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার রাত পৌণে ১০টার দিকে উপজেলার দুলর্ভপুর ভেতর বাজারে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম দুলর্ভপুর ভান্ডার গ্রামের বাসিন্দা। আহত যুবলীগ সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম বলেন, রফিকুল ইসলাম রাতে বাড়ি ফেরার সময় বাজারে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা দেশিয় অস্ত্র দিয়ে তাঁকে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে রফিকুল মাটিতে পড়ে গেলে মানিব্যাগ ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে বাজারে থাকা স্থানীয় লোকজন তাঁকে শিবগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পুরুষ ওয়ার্ডের ৩৯ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু বলেন, দুলর্ভপুর-ভান্ডার এলাকায় একটি ছিনতাইকারী সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে তৎপর রয়েছে। তারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত। তাদের প্রতিবাদ করায় ছিনতাইকারী-সন্ত্রাসীরা তাঁর ওপর এ হামলা চালিয়েছে। তিনি এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন। শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আসিফ আহমেদ সৌরভ বলেন, মুলত স্থানীয় ছিনতাইকারীর একটি দল তাঁর ওপর এ হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, স্থানীয় বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।