Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্কট মোকাবিলায় আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ

করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় আরও দুই হাজার চিকিৎসক এবং তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে এক মাসের মধ্যে দেশে রেকর্ড সংখ্যক ১০ হাজার স্বাস্থ্যকর্মীর নিয়োগ দিতে যাচ্ছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া প্রধান অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান।

করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় গত ৪ মে দুই হাজার চিকিৎসক এবং ৭ মে পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেয় সরকার। এখন আরও তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান বলেন, ঈদের মধ্যে তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও রেডিওগ্রাফার নিয়োগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন তাদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ