Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাবিতে ‘সুপার গ্লু’দিয়ে অর্ধশতাধিক শ্রেণীকক্ষে ছাত্রদলের তালা

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও বিভিন্ন অনুষদের মেইন গেট ও শ্রেণী কক্ষে তালায় “সুপার গ্লু” লাগিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে রোববার দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে এ কর্মসূচী বাস্তবায়ন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, ধর্মঘটের সমর্থনে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, পদার্থবিজ্ঞান ও গাণিতিক বিষয়ক অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রধান ফটকসহ বিভিন্ন শ্রেণীকক্ষের তালায় ‘সুপার গ্লু’ দেয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ