Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে এক নারী নিহত, আহত তিন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ৭:২৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের তক্তারচালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোমিন সরকারের স্ত্রী আসমা বেগম (২০)। সে নারানয়গঞ্জের সিদ্বিরগঞ্জে তার স্বামীর কাছে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দূর্ঘটনাকবলিতরা সিএনজি চালিত অটোরিকশা যোগে মধুপুর থেকে নারায়নগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে তক্তারচালা নামক স্থানে পৌছালে সখিপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত আসমা বেগমকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকৎসক মৃত ঘোষণা করেন।
আহত তিনজন হলেন জামালপুর সদরের ফজলুল হকের ছেলে করিম হোসেন (৩১) একই এলাকার মকবুল হোসেনের ছেলে সুজন মিয়া (৩০) এবং জামালপুরের সরিষাবাড়ির আজাদ খান। আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক ও সিএনজি আটক রয়েছে। নিহতের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ