বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড দর্জিঘাট এলাকায় করোনার উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেছেন। ওই নারী গত এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ ছিলেন। ২৯ মে (শুক্রবার) বেলা সাড়ে ১১টার দিকে তিনি তার নিজ বাড়িতে মারা যান।
তার মৃত্যুর খবর স্থানীয় কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি চাঁদপুর সিভিল সার্জনকে অবগত করেন। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।
করোনারি উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয় ।
ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর দর্জি জানান, তিনি বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশিজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান। দেশের বর্তমান পরিস্থিতিতে এমন উপসর্গ নিয়ে মারা যাওয়ায় আমি চাঁদপুর সিভিল সার্জনকে বিষয়টি অবগত করি। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। বাকিটা রিপোর্ট আসলে বুঝা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।