বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘অফিস ছেড়ে যাচ্ছি। কবে আবার আসা হবে জানি না।’ নিজের করোনা পজেটিভ রিপোর্টে নিজেই স্বাক্ষর করে অফিস ত্যাগ করার পর ফেসবুকে এমন স্ট্যাস্টাস দেন বিআইটিআইডি ল্যাবের প্রধান প্রফেসর ডা. শাকিল আহমেদ খান। তিনি এখন বাড়িতে আইসোলেশনে আছেন।
গত ২৬ মার্চ থেকে ফৌজদারহাটের এ ল্যাবে শুরু হয় চট্টগ্রাম অঞ্চলের করোনা টেস্ট। শত শত সংক্রমণের রিপোর্টে স্বাক্ষর করেন তিনি। অবশেষে মঙ্গলবার রাতে তার নমুনায়ও এলো করোনা পজেটিভ। ডা. শাকিল আহমেদ তার ফেসবুকে লিখেন, ‘ঘড়ির কাটায় রাত বারোটা বেজে এইমাত্র ঢলে পড়লো। ক্লান্ত কিন্তু সাহসী মনোবল নিয়ে নিজেই নিজের করোনা পজেটিভ রিপোর্টে সাইন করলাম। দফতরগুলোতে মেইল করার পর কম্পিউটার অফ করে রুমের বাতি নেভাতে গিয়ে একটু থমকে গেলাম। অফিস ছেড়ে যাচ্ছি। কবে আবার আসা হবে জানি না।
অল্প সংখ্যক সহকর্মী ঘিরেছিল। অফিস থেকে বের হয়ে দরজায় দাঁড়ালাম। সবাই ছবি তুলতে চাইল। না করিনি। অনেক পেয়েছি এখান থেকে। বিনিময়ে কিছু দিতে পেরেছি কিনা জানি না। সহকর্মীদের ভীষণ মিস করব। আল্লাহ সবাইকে ভালো রাখুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।