পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতালে ঘটা অগ্নিকান্ডে দগ্ধ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা সবাই হাসপাতালটির করোনা ইউনিটে আইসোলেশনে ছিলেন। অগ্নিকান্ডে নিহত পাঁচজনের মধ্যে একজন নারী এবং চারজন পুরুষ বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
নিহতরা হচ্ছেন মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন এ্যান্থনী পল (৭৪), খোদেজা বেগম (৭০) এবং রিয়াজ উল আলম (৪৫)।
সূত্র মতে, হাসপাতালটির বর্ধিত অংশে করোনা আইসোলেশন সেন্টারে এসির বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মরত কর্মকর্তা জানান, হাসপাতালের বর্ধিত অংশে চারটি আইসোলেশন কক্ষ ছিলো। সেখানকার বাইরের দিকের কক্ষ থেকে রোগীরা বের হতে পারলেও ভিতরের দিকে অবস্থিত একটি কক্ষ থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র মতে, বর্ধিত অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও হাসপাতালটির মূলভবন এবং আইসিইউ ইউনিট অক্ষত রয়েছে।
হাসপাতালের চীফ কমিউনিকেশন অফিসার ডা. সাগুফা আনোয়ার ইনকিলাবকে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি। পাশাপাশি ৫ জন করোনা রোগীর লাশ উদ্ধার সম্পর্কে তিনি বলেন, ৫ জন মৃত্যুবরণ করেছেন সত্য।
মারা যাওয়া ৫ রোগীর মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, এই পাঁচজন রোগীই ছিলেন নিবিড় পর্যবেক্ষন ইউনিটে (আইসিইউ)।
এর আগে, বুধবার (২৭ মে) রাত ১০টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, রাজধানীর গুলশানে অবস্থিত হাসপাতালটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।