Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় শপিংমল গুলোতে সেনাবাহিনীর জীবানুনাশক স্প্রে

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৮:২৪ পিএম

মাগুরায় সেনা বাহিনী জীবানশক স্প্রে ছিটিয়ে করোনা সংক্রমন রোধে কাজ করে। শহরের বেবী প্লাজা, নুরজাহান প্লাজা, সুপার মার্কেট, খান প্লাজাসহ বিভিন্ন দোকানে এবং শহরের বিভিন্ন রাস্তায় এ জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।

যশোর সেনানিবাসের ২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকির নের্তৃত্বে সেনাবাহিনীর একটি দল ও মাগুরা পৌরসভার যৌথ উদ্যোগে এ জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকি জানান-ঈদের আগে শপিংমল গুলো খুলে দেওয়ায় মানুষের অবাধ যাতায়াতের ফলে মার্কেটগুলোতে করোনা ভাইরাসের সংক্রমন থাকতে পারে। এতে করে যেন নতুন করে কোন ব্যক্তি সংক্রমিত না হয় সে আশংঙ্কায় বাংলাদেশ সেনাবাহিনী মার্কেটগুলোতে জীবানুনাশক স্প্রে ছিটিয়ে জীবানুমুক্ত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ