Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্বতীপুরে যন্ত্রাংশ চুরির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে প্রকৌশলী গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ৭:১৩ পিএম

পার্বতীপুর রেল ইয়ার্ডের ওয়াশপিট এলাকায় অবস্থানরত ৭৬৭ আপ ৭৬৮ ডাউন আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইলিক্ট্রনিক যন্ত্রাংশ চুরি করে খুলে নিয়ে যাওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার জোয়ানদের হাতে গ্রেফতার হয়েছে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী বেতার/টেলিকম আব্দুল মালেক (৪৪)।
জানা যায়, আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার আব্দুল মালেক উল্লেখিত ট্রেনের জানালা দিয়ে একটি বগিতে প্রবেশ করে। সেখানে সে পর পর পাঁচটি কম্বাইন বোর্ডের সকেট খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় আরএনবি’র জোয়ানদের কাছে হাতেনাতে ধরা পরে। এ ঘটনায় রেলওয়ে আইনের ১৩ নম্বর ধারায় মামলা হয়েছে। মামলা বাদি গোয়েন্দা শাখার হাবিলদার মোঃ পান্নু মিয়া।
পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এস আই ইলিয়াছ আলী জানান, গ্রেফতার আব্দুল মালেকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে। গ্রেফতার মালেকের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ব্রক্ষ¥ কাপালিয়া গ্রামের বাসিন্দা মৃত এন্তাজ আলীর ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ