বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈদের ছুটির পর ভোলায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। এতে আজ গুরুত্বপূর্ণ কয়েকটি মামলার জামিনের নিষ্পত্তি করেছেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক। ঈদ উল ফিতরে বন্ধ থাকা জেলা ও দায়রা জজ কোর্ট আজ ২৭ মে ফের চালু হওয়ায় আইনজীবী ও বিচার প্রার্থীরা সন্তোস প্রকাশ করেছেন।
এর আগে ভোলার বিচার প্রার্থীদের বিচার নিশ্চিতের জন্য ভার্চুয়াল কোর্ট নিয়ে দিন রাত কাজ করেছিলেন জেলা ও দায়রা জজ ডঃ এবিএম মাহমুদুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম।
কোর্ট পুলিশ পরিদর্শক রথীন্দ্রনাথ বিশ্বাস জানান, ঈদ উল ফিতরের ছুটি শেষে আজই ভোলার ভার্চুয়াল কোর্টে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার শুনানি হয়েছে।
ভার্চুয়াল কোর্ট নিয়ে ব্যাপক সাড়া পড়েছে ভোলার আদালত পাড়ায়। বিচার প্রার্থীদের অভিবাবকরা ঈদের ছুটি শেষ হবার প্রথম দিনেই ভার্চুয়াল কোর্টে কাজ শুরু হওয়ায় জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে নতুন নিয়মে কোর্টের জটিলতা নিয়ে সিনিয়র আইনজীবীরা প্রথমে হতাশা প্রকাশ করলেও কোর্ট শুরু হওয়ার সাথে সাথে জেলা জজ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাতে কলমে সকল নিয়ম গুলো বুঝিয়ে দেয়ায় সিনিয়র আইনজীবীরাও ভার্চুয়াল কোর্টে নিয়মিত কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।