বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরামপুরে (স্প্রিট) চোলাই মদ পান কওে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ রয়েছে আরো ২ জন। মৃতরা হলে আব্দুল মতিন (২৭), আজিজুল ইসলাম (৩৩), মহসীন আলী (৩৮) এবং অমৃত (৩০)। অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরো দুজনের মৃত্যু হয়। পরের দুজনের পরিচয় পাওয়া যায়নি। এদের সকলের বাড়ি বিরামপুর পৌর সদরে। অন্য দুজনের নাম পাওয়া যায়নি আজ বুধবার ভোরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিরা তারা এ্যালকোহল জাতীয় কোন পানীয় পান করে অসুস্থ্য হবার পর তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, উপজেলার মাহমুদপুরে গভীর রাত পর্যন্ত চোলাই মদের আসর বসেছিলো। সেখানে চোলাই মদ পান করে ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিন জনের মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো এক জনের মৃত্য হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।