Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জরিমানা ও সুদ ছাড়া মার্চ-এপ্রিলের ভ্যাট রিটার্ন দাুখিলের সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২০, ২:০০ পিএম

করোনাভাইরাসের কারণে এ বছরের মার্চ ও এপ্রিলের মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দিতে না পারলেও জরিমানা দিতে হবে না ব্যবসায়ীদের। ৯ জুনের মধ্যে জরিমানা ছাড়াই এই দুই মাসের ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে বলে আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে।

গত সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা যুদ্ধের কারণে জরিমানা ও সুদ ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা সরকারের অনুমোদন নিয়ে এনবিআর বাড়াতে পারবে, এমন একটি অধ্যাদেশ জারি করে সরকার।

আজ এনবিআর জানিয়েছে, ৯ জুনের মধ্যে ব্যবসায়ীরা তাদের লেনদেনের প্রতিবেদন জমা দিলে মার্চ ও এপ্রিলের ভ্যাট রিটার্ন জমা না দেওয়ার জন্য কোনো জরিমানা ও সুদ দিতে হবে না।

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণার পর, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরনের ব্যবসা ও গণপরিবহন বন্ধ আছে।

এপ্রিল ও মে মাসে ভ্যাট অফিস খোলা থাকলেও, ব্যবসায় প্রতিকূল পরিবেশের কারণে ব্যবসায়ীরা সময়মতো রিটার্ন জমা দিতে পারেনি বলে এনবিআর জানায়।

অধ্যাদেশটি জারির আগের প্রচলিত আইনে বিলম্ব ফি হিসেবে ১০ হাজার টাকা জরিমানা ও ভ্যাটের পরিমাণের ওপর মাসিক দুই শতাংশ সাধারণ সুদ দেওয়ার কথা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ