Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনের মূল্য যেখানে ৭০ হাজার টাকা

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২০, ৩:০০ পিএম

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের উত্তর পাড়া গ্রামে ১১হাজার কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগ দিতে গিয়ে মৃত্যুবরণকারী চালকলের মিস্ত্রি আব্দুল বারী মালিথার জীবনের মূল্য নির্ধারিত হয়েছে মাত্র ৭০ হাজার টাকা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠকের মাধ্যমে উত্তরপাড়ার নুর আমিন এর ছেলে পিয়াসকে এই অর্থ নিহত বারীর পরিবারকে দেয়ার জন্য নির্দেশ প্রদান করে। নিহত বাড়িকে পিয়াসই তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য ডেকে নিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে মৃত্যুবরণ করে আব্দুল বারী। এব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়। নিহত বারীর স্ত্রী ও দুই ছেলে মেয়ের সংসার খরচ ও লেখাপড়ার ভার বহন করার জন্য স্থানীয় ব্যক্তিবর্গ উল্লেখিত পরিমাণ ক্ষতিপূরণ নির্ধারণ করে বিষয়টি নিষ্পত্তি করে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ