Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ পেল আরিফিন শুভর ‘মনটা বোঝে না’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২০, ৮:১২ পিএম

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি অপেক্ষায় ছিলো ঢাকায় সিনেমার নায়ক আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' ছবিটি। তবে করোনার জেরে সিনেমার মুক্তি স্থগিত করা হয়েছে। তাই বলে নায়ক তার ভক্তদের নিরাশ করছেন না। এবার দর্শকদের জন্য নিজের কন্ঠে গাওয়া গানের ভিডিওটি নিয়ে হাজির হলেন তিনি।

‘মনটা বোঝে না’ শিরোনামের গানের কথা লিখেছেন কে জিয়া। যৌথভাবে এর সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কে জিয়া। গানটি ইতোমধ্যে নায়কের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, এই ঈদে 'মিশন এক্সট্রিম' ছিলো ভক্তদের জন্য বড় উপহার। যেহেতু ছবি মুক্তি দেওয়া গেলো না তাই তাদের জন্য গানটি উপহার। আমি তো গানের মানুষ না। কিন্তু যে ভাবেই হোক কাজটি করা হয়েছে।

তিনি এও বলেন, আমার ইচ্ছা ছিলো গানের ভিডিওর আয়োজনটি ভালোভাবে করার। কিন্তু ভাইরাসের কারণে ঘরেই এর দৃশ্যায়ন হয়। ক্যামেরার পেছেনে ছিলেন আমার স্ত্রী অর্পিতা।

এর আগে অগ্নি ছবিতে কয়েক লাইন গান গেয়েছিলেন তিনি। তবে ঈদের দিনে নায়কের এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

গানটি শুনতে এখানে ক্লিক করুন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ