Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো স্মার্টফোনের বাজারে ফিরছে নকিয়া

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : স্মার্টফোনের বাজারে আবারো ফিরছে নকিয়া। যথারীতি রাজকীয় হালেই এই ফেরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত দুটি ফোন নিয়ে বাজার প্রতিযোগিতায় নামছে এক সময়কার জনপ্রিয় প্রতিষ্ঠানটি। নকিয়ার স্মার্টফোন তৈরির অনুমোদন পেয়েছে এইচএমডি গ্লোবাল। আগামী ১০ বছর নকিয়া ব্র্যান্ডের অধীনে ফোন তৈরির অনুমোদন পেয়েছে এই প্রতিষ্ঠানটি। ‘গিজমো চায়না’ ওয়েবসাইটের দাবি, নতুন মডেল দুটির স্ক্রিন সাইজ হবে ৫.২ ও ৫.৫ ইঞ্চির। ডিসপ্লে হবে অ্যালিড ও কোয়াড এইচডি রেজ্যুলেশনের। সাইটটির ওই রিপোর্ট মোতাবেক, নকিয়া স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ সেট, সঙ্গে অ্যান্ড্রয়েড এন বা অ্যান্ড্রয়েড নোগাট আপডেট। সেইসঙ্গে ২২.৬ এমপি প্রাইমারি ক্যামেরা। এই মডেল দুটির আনুমানিক দাম। নকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম হতে পারে ৩০০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা। এক সময় রাজকীয় হালে বাজার দখলে রেখেছিল নকিয়া। সেই দখল অন্য প্রতিদ্বন্দ্বীরা নিয়ে নিলে মাইক্রোসফটের হাতে সব তুলে দিয়ে স্মার্টফোন উৎপাদনই বন্ধ করে দেয় ফিনিশ প্রতিষ্ঠানটি। এই ফেরাটা সাধারণ ফেরা নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো স্মার্টফোনের বাজারে ফিরছে নকিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ