Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশে আরো কাজ চালিয়ে যাবে ক্রেতা জোট অ্যাকর্ড

প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা ও কারখানার নিরাপত্তা নিশ্চিতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। সাম্প্রতিক জঙ্গি হামলার পরও বাংলাদেশের তৈরি পোশাক কারখানার ভবন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে কাজ করবে অ্যাকর্ড। ক্রেতা জোটের নির্বাহী পরিচালক রব ওয়েসের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এটি বলা হয়েছে। এর আগে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাকের আরেক ক্রেতাজোট অ্যালায়েন্সও এদেশ থেকে পণ্য কেনা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ২০১৩ সালে রানা প্লাজা ধসে ১ হাজার ১শ’-এর বেশি পোশাক শ্রমিক নিহত হন। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করে ক্রেতা জোট অ্যাকর্ডের ইনডিটেক্স ও এইচঅ্যান্ডএমসহ দুই শতাধিক ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। যাদের অধিকাংশই ইউরোপের। ইতোমধ্যে এই জোট বাংলাদেশের ১ হাজার ৬শ’ কারখানার প্রায় ৬৫ ভাগ নিরাপত্তা সমস্যা চিহ্নিত করে সমাধান করেছে বলে রব ওয়েসের বরাত দিয়ে রয়টার্সের ওই প্রতিবেদনে জানানো হয়। রব বলেন, অনেক ব্র্যান্ডের জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ও ভালো তৈরি পোশাক সরবরাহের ভিত্তি হতে পারে। এখানকার উৎপাদন বৃদ্ধি ও গুণগতমান বাড়াতেও অ্যাকর্ড কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশে আরো কাজ চালিয়ে যাবে ক্রেতা জোট অ্যাকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ