Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দুই আরোহী আহত

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মে, ২০২০, ৩:৪৮ পিএম

টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলফৈ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. আজিম উদ্দিন (৩৪) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়কের নগর জলফৈ এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত চালক সিরাজগঞ্জের সরকার পাড়া গ্রামের মুশারফ হোসেনের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল ভাড়া করে সিরাজগঞ্জের কড্ডার মোড় হতে ঢাকার জিরানী বাজার উদ্দেশ্যে রওনা হয় পিতা ও পুত্র। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎ এর খুটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরত্বর ভাবে আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেলের চালক আ. আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার কান্দিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মো. শাকিল (২২) গুরত্ব আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ